Sunday, August 25, 2019

মহাকাল

মহাকাল তোমার স্মরণে আমার এই লেখাঃ
শতাব্দীর পথ ধরে হেঁটে চলা দূরন্ত পথিক! কখন কিভাবে যে পেয়ে গেল মহাকালের হাত ধরে আসা অজানা অতীতের দেখা। দু'জনেই না'কি হয়েছে খুন রাখা আছে আঁড়ালে, তার সবকিছুই বিনা সুতোর গাঁথা মাল্য দ্বারা। এমন হাত শুধু মহাকাল হতে আসা সম্ভব। অন্য কিছুতে খুঁজে পাওয়া বা অন্য কিছু থেকে আসা অসম্ভব!
মহাকাল তোমায় স্বর্গীয় শুভেচ্ছা হৃদয়ে এনে দিয়েছো নির্মল এক অনন্য শোভা। যারা চলনে বলনে এবং অন্তরীক্ষচারী হয়ে মেলতে পারে ডানা, উড়তে পারে দূরের আকাশে যেন বন্ধনহীন এক মহালিপি যা সত্যিই অজানা।
সেখানে নেই কোন চাওয়া পাওয়া, আছে শুধু একসাথে অন্তহীন পথ চলা যার কোন সীমারেখা! ঠিক যেন সকল স্বার্থের ঊর্ধ্বে গিয়ে স্বপ্নে বিভোর  হওয়া।
                                        ইতি ---------------//
                                        দূরন্ত পথিক

No comments:

Post a Comment