Thursday, August 1, 2019

বিশ্বাসের বন্ধন(হাত)

কে আছে এমন শত বিপদেও
হাতটি ধরিবে করি অতি যতন।
অগ্নি তাপে পুড়ে হবে ছাই
তবুও হাতটি ধরে রবে ঠাঁই।

সময় যখন হতে শেখাই
বেঈমান আর স্বার্থপরায়ণ ধ্যান
তখন হাতের এমন বন্ধন রাখেনা
কেউ, অতি প্রিয় আত্মীয়স্বজন।

কে আছে এমন সব হারিয়েও
হাতে রেখে হাত মুষ্টির বন্ধন
তবুও পেতে দুহাত আজও খোঁজে
পেতে ওমন দৃঢ় বিশ্বাসের দুহাত।

No comments:

Post a Comment