পাখিরা উড়ে যায়
ডানমেলে দূর আকাশে
চোখ মেলে তারে দেখি
মুগ্ধনয়ন জুড়াইতাম মন।
একটি শব্দ সাথে প্রাণের
সুন্দরতম সৃষ্টির নাম পাখি
বলতে শুনতে লাগে মিষ্টি ভারী।
প্রতিদিনের জীবনে কতশত
শব্দ আসে বাংলা অভিধানে
কিছু রয় স্মৃতিপটে বাদবাকি ভুলে...
প্রজন্ম ধরে কটা শব্দেরঋণ
আজও আহত করে।
No comments:
Post a Comment