Thursday, August 22, 2019

ছুটে চলা

ভালো লাগা আর ভালোবাসা এক নয়।
ভালোবাসা সেতো ঈশ্বর সদৃশ।
একসাথে চলার জন্য স্পর্শ নয়
অদৃশ্য স্পর্শেও ভালোবাসা যায়।
মাঝে মাঝে দেখা পাই কিছু বটগাছের
তার তলে শ্রান্তির আশায় বসি কিছুক্ষণ
কখনো বা তা হয়ে ওঠে দীর্ঘমেয়াদি।
সকলে আশ্রয় দিতে পারে,তবে শ্রান্তি নয়।
তাইতো আবারো ছুটে চলি প্রশান্তির খোঁজে।
সেদিন গিয়েছিলাম সাগর দেখতে
দেখলাম সাগরকে ভালোবাসে সবাই
তার টানে চলে আসে পৃথিবীর শেষ সীমা থেকে।
কেউবা হাঁটুজলে নেমে জলকেলিতে মত্ত হয়
কিন্তু কেউ ঝাপ দিয়ে যেতে চায় না তার অতলে
নিতেও চায় না পরম মমতায় ঘরে টেনে।
কিভাবে নেবে?সাগর তো ঘরে থাকার নয়
বয়ে চলে অবিরাম
আর তার সাথে ছুটে চলি আমিও।


দুরন্ত পথিক।

No comments:

Post a Comment