প্রায় প্রতিদিন ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের কিছুকিছু বিষয় নিয়ে লিখি কিন্তু হাজারো প্রশ্নজাগে নিজের মনের কাছে! কি হবে এই দুলাইন লিখে! আর লেখা ও বাস্তবতার কোন মেলবন্ধন নেই! যা লিখি সেই মনোভাবের কোন জায়গা নেই এই দুনিয়ায়!
নিজের ভাবাবেগ অনুভূতিগুলো প্রকাশ করা মাত্র! যা লিখি সে অনুযায়ী চলতে গেলে অনেকেই পাগল বদ্ধ উম্মমাদ চালচুলোহীনদের ভাবনা আরও কত কি বলে! অনেকেই গালি দেয় বিভিন্ন জায়গায় অভিযোগ করে ভয়ভীতি দেখান ইত্যাদি ইত্যাদি! সত্যিকার অর্থেই উনারা ভুল বলেননা কারণ আমার না আছে অঢেল অর্থ, না আছে পারিবারিক সামাজিক ও রাজনৈতিক শক্ত অবস্থান!
আমারমত সাধারণের এত ভাবনা-বেদনা দিয়ে পরিবার সমাজ তথা রাষ্ট্রের কি কাজে আসবে!? আবার আমার যথেষ্ট লিখন দক্ষতাও নেই জ্ঞানও প্রয়োজনের তুলনায় অনেক কম! বর্তমান তথ্যপ্রযুক্তির জ্ঞানের ভান্ডারে যা কিছুই নয়! শুধুমাত্র অগোছালো কিছু শব্দ বাক্যে ব্যবহার হয় এই যা!
এগুলোদিয়ে কারো কিচ্ছু হবে না বা যায় আসবেনা! বরং দিনেদিনে তৈরি হচ্ছে অসংখ্য জানা ও অজানা শ্রুতার! তবে বন্ধুত্ব হয়নি তা বলবো না! অনেক বন্ধুও হয়েছে এই ছেড়াফাটা লেখনীর মাধ্যমে!
সবকিছুর পরেও কি হবে এমন দু'চারটা কথা লিখে যেখানে এই লেখা কথাগুলো অনেকের কাছেই হাস্যকর! চিন্তাভাবনাগুলো না'কি সেকেলে যা বর্তমান পুঁজিবাদের বাজারে নিতান্তই মূল্যহীন! কাজকর্ম নেই তাই এগুলোদিয়ে সময় পার করি! না আমি কবি কিংবা শিল্পী বা কোন সাহিত্যিক ও লেখক! কি হবে এমন অনুভূতির প্রকাশ করে! যার নিজের অর্থিক সামাজিক রাজনৈতিক ও রাষ্ট্রীয় কোন অবস্থান বা প্রতিপত্তি নেই তার আবার এত ভাবনা কিসের হ্যাঁ!
ফেসবুকে দুটো লাইন লিখে কয়েকটা লাইক কমেন্ট দিয়ে কি হবে!? এতো বাহবা দিয়ে পেট পিঠ কিছুই চলে না বা বাঁচে না! বাঁচতে হলে না'কি অর্থ প্রতিপত্তি ও ক্ষমতাই মুখ্য!? যার সবকটিই এখানে অনুপস্থিত! কোনদিন হবে কিনা তাও জানা নেই বা জানিনা!
ফেসবুক তথা সকল বন্ধু ও শুভানুধ্যায়ীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি সকলেই ভালো থাকবেন আর এই অধমের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ কারন আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে বহুপথ পাড়ি দিয়েছি বা দিচ্ছি এখন অবধি!!
No comments:
Post a Comment