শেকড় থেকে শিখরে যেতে কত পরিশ্রম ত্যাগ ও সাধনার প্রয়োজন হয় যারা শেকড় থেকে শিখরে গেছেন একমাত্র তাঁরাই জানেন( যার যার অবস্থান অনুযায়ী) ! আবার শিখর থেকে যখন শেকড়ে নেমে আসতে হয় কোন মনুষ্যত্বহীন হিংসুকের কারণে তখন জীবন্মৃত অবস্থার সৃষ্টি হয় তা অনেকের কাছেই খুব পরিচিত একটা বিষয়।
তথাপি আপনি যদি একনিষ্ঠ চিত্তে সৎপন্থায় ধৈর্যের সাথে লক্ষ্যবস্তুুর দিকে সাহস নিয়ে এগিয়ে যান তবে শিখরে না পৌঁছাতে পারলেও কিছু একটা অবশ্যই পেয়ে যাবেন এটা নিশ্চিত।
আর ঐ খড়কুটা ধরে আবার শিখরে যাবার জন্য প্রস্তুতি নিলে মোটামুটি কিছু একটা পাওয়ার আশা করাই যায়।
No comments:
Post a Comment