Thursday, August 1, 2019

ভূতের ভয় আর নয়

ভূত ছাড়াতে পানিপড়া
নিমপাতার ঝাড়ফুঁক
ভূতের গায়ে হয়েছে যুত
তাই দিতে হবে সময়োচিত
সঠিক মাত্রার ঔষধ।

সরষে পোড়ার শব্দে
কিংবা শুকনা লংকার
ধোয়াই ভূত ছাড়েনি
আজও পাড়ার মোড়ল
তথা ল্যাঙড়া রাজার।

শিকড় বাকড় লতাগুল্মে
মাদুলি কিংবা তাবিজ
বেঁধে ভূতগুলো আর
যায় না দূরে সরে।

ভূতগুলো আজ অদ্ভুতুড়ে
তাড়াতে হবে নতুন করে
শুকনো লংকার ধোঁয়ার
সাথে চিকন কন্ঞ্চির
ম্যাসেজ লাগবে সাথে!

আরও নানান উপায়
আছে ভূতঘটিত ভ্রান্তি
দূরীকরণে বাংলার বাঁশ
কাজে আসতেও পারে।

দূরহোক ভূতপ্রেত জমিন
হোক নির্মল রক্ষাকবচ
তাই রপ্ত করতেই হবে
আসুক যতই বিঘ্ন বাধা।

ভূতের আবাস্থল আকারহীন
হয়েছিলো তা ছিলো ওদের
পাপের নিদারুণ কর্মফল
ওদের আবারো ছাড়তেই হবে
মানবের প্রিয় আবাসস্থল।

No comments:

Post a Comment