Monday, August 19, 2019

কাটার আঘাত

কাটার খোঁচা দিয়ে ছিলে তুমি
ভেবে ছিলে হবো খোঁড়া!
সে খোঁচায় হয়নিকো ক্ষয়
লাগিয়েছি আরও জোড়া।
অবহেলা করে চলে গেলে তুমি
আসলেই কপাল পোড়া!
তোমারি আশায় আছি দাঁড়িয়ে
হাতে নিয়ে গোলাপের তোড়া।

No comments:

Post a Comment