এলো চুলে আঙিনায় এলে
ভালোবেসে দুহাত বাড়ালে
তুমি মোরে মায়ায় জড়ালে।
শোনালে গান পাখির মতন
জুড়াইলে পোড়া দেহমন
ভালোবাসা এমন বাঁধন
দূর হতে এসে কর যতন।
রঙিন ছবি মনে দিলে আঁকি
ভালোবাসা আজ কোথায় রাখি
বেলাশেষে রেখে যাবে না'কি?
গোধূলির লগ্নে খালি গলে
গান গেয়ে জুড়ালে মন
রেখে গেলে মধুর স্মৃতি
কেমনে তোমায় দূরে রাখি!
🎻🎻🎻🎻
এলোচুলে আঙিনায় এসে
দুহাত বাড়ালে খুব ভালোবেসে।
মধুর হাসিতে মুগ্ধতা ছড়ালে
ভালোবাসার মায়ায় জড়ালে।
শোনালে গান পাখির মতন
জুড়ালো এই পোড়া দেহমন
ভালোবাসার এমন বাঁধন
দূর থেকে শুধু করেছো যতন।
রঙিন ছবি তুমি মনে দিলে আঁকি
এত ভালোবাসা আজ কোথা বলো রাখি?
নিশিতে কেঁদে বলে পোড়া মনপাখি
বেলাশেষে মোরে একা ফেলে যাবে নাকি?
গোধূলিলগ্নে এসে জুড়ে দিলে গান
সেই গানে আজ প্রাণ করে আনচান।
তোমার মূরতি পানে আজ চেয়ে থাকি
তুমি যে আমার ওগো পোষা মনপাখি।
দূরন্ত পথিক
No comments:
Post a Comment