ছোট বড় অসংখ্য পাথরচাপরি
নিরবধি বয়ে চলা স্বচ্ছ জলরাশি
মাঝে বসে থাকা এক মায়াবতী
মুখে নিয়ে দারুণ মায়াবী হাসি।
পাথুরিয়া পানিতে বিধৌত পা
সাথে পায়েল খানি চকচকানি
যেন নির্মল সুন্দর পা দুখানি
তুলেছে শুরধ্বনি যেন বহতা নদী।
লাউডগা হাত দুখানি ইশারার
নিরব ভাষায় হৃদয়ে তোলে
মাতাল করা হ্যামিলনের শুরধ্বনি
মায়া জড়ানো মুগ্ধ আহবান ধ্বনি।
জল পাথর সাথে ষোড়শী তরুণী
মায়াঘেরা উজ্জ্বল চোখ দুখানি
যেন হারিয়ে যাওয়া গভীর নদী
দুকূল ছাপিয়ে উঠা তরঙ্গময় নদী
No comments:
Post a Comment