Thursday, August 15, 2019

আমার আঙিনা

আঙিনা
🔺🔺🔺

আঙিনা তোমার কাঁটাতারে ঘেরা
আমার আঙিনা রয়েছে খোলা!!

আমার ভাগে পড়েছে ছটাক
আঙিনা তোমার পনেরো  ছটাক
আমার আঙিনায়  দিওনা হাত !!

আমার ঘরে এমনিই বাড়ন্ত
আঙিনা তোমার বিস্তর-বিস্তৃত!!

আমার ছটাকে বসত লক্ষ
আঙিনা আমার নিতান্তই ছোট
আঙিনার প্রতি ইঞ্চি মূল্যাতীত!!

আমার আঙিনা নিয়েছ শত
আঙিনার একবিন্দু পাবে না'কো!!

আমার সর্বান্তকরণে ছিলেম সংযমিত
আঙিনা হতে দূরত্ব রাখো
আঙিনা আমার রন্ত সমাহারী!!




No comments:

Post a Comment