Monday, August 19, 2019

জীবন কচু পাতার পানি

জীবন না'কি কচু পাতার পানি!? সে কথা সবার জানা আমিও মানি। কচু পাতাতেও জমে থাকতে পারে একটু পানি! কচু পাতা যতক্ষণ স্থির থাকবে শত প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে ততক্ষণ কিছুটা পানি দাড়িয়ে থাকবে এটা নিশ্চিত। প্রতিকূলতার কাছে হার মেনে যায় অনেককিছুই কিন্তু আপনার প্রতিহিংসায় যখন কচু ডগাটাকেও কেটে ফেলেন তখন সেখানে আর কিভাবে জমবে একটু পানি!!??

No comments:

Post a Comment