শিক্ষকতার মাধ্যমে তিনি বেঁচে থাকতে চান হাজারো শিক্ষার্থীর মাঝে।
Wednesday, January 9, 2019
শিক্ষাগুরু
নিবেদিত একজন মানুষ যাঁর পুরো জীবনটাই অতিবাহিত করলেন জ্ঞানের বা শিক্ষার আলোয় আলোকিত করার মাধ্যমে। প্রায় ৪দশক ধরে শিশুদের শিক্ষাদান করে আসছেন তিনি। উল্লেখ যোগ্য তেমন কোন ডিগ্রী নেই তার। ৮ষ্ট শ্রেণী পর্য়ন্ত পড়াশোনা করেছেন তিনি। তিনি অল্প শিক্ষিত হলেও তার হাতে গড়া অনেকেই দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন। তিনি অদ্যাবধি শিক্ষাদান করে চলেছেন গ্রামের শিশুদের। তিনি আর কেউ নন আমাদের অনেকের পরিচিত এক নিবেদিত প্রান মোঃশামছুল ইসলাম, গ্রামঃফকিরপাড়া,চারঘাট, রাজশাহী। আনুমানিক তার বর্তমান বয়স ৭০ বছর প্রায়। তিনি জীবনের শেষদিন পর্য়ন্ত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান, এমনই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment