পৃথিবীর খুব অল্পসংখ্যক স্বামী স্ত্রী এমন সৌভাগ্যের মৃত্যুর দ্বারা একে অপর কে আলিঙ্গনের মাধ্যমে ওপারে যাওয়ার সুযোগ পেয়ে যান ।
ভালাবাসা আর ক্রাশ খাওয়া উভয়ই বিপরীত আচরণ। এর একটি হলো আত্মিক আর অন্যটি সাময়িক দৃষ্টিভ্রম। আত্মার আত্মীয়ে পরিণত হওয়া যায় এমন সম্পর্ক তৈরীর জন্য অন্বেষণ করা প্রয়োজন।
যাই হোক, এই পৃথিবীর বুকে ভালোবাসার অনেক নিদর্শনের অনেক ইতিহাস ইতিপূর্বে আমরা জেনেছি।আজ ভালোবাসার নিদর্শন নিয়ে কথা বলবো না। আজ আপনাদের সামনে ভালোবাসা আর সত্য ভালোবাসা এই নিয়ে আলোচনা করার চেস্টা করব।
বাড়ন্ত জীবনের বিভিন্ন ধাপে হঠাৎই আমাদের অনেক কিছুই ভালোলাগায়, তবে তার স্থায়িত্ব কতদিন বা এই ভালোলাগা হৃদয় থেকে না চোখের দৃষ্টির সীমানায় ক্ষনিকের আকর্ষণ মাএ। প্রায়শই আমরা তা বিচার বিশ্লেষণ করি না। আবার ভালোবাসা যদি হয় আপনার বিপর্যস্ত জীবন কে অন্য পথে পরিচালনার হাতিয়ার, তখন আপনি এই ভালোবাসাকে কি নামে আক্ষ্যায়িত করবেন? আবার নির্দিষ্ট সময়ের জন্য যখন আপনার স্বার্থ সংশ্লিষ্ট মন কাউকে মিথ্যা ভালোবাসায় জড়িয়ে ধরে তখনও আপনি তাকে ভালোবাসা নামে পরিচিত করাবেন? শুধু আমিই প্রথম এটা নিয়ে কথা বলছি তা আমি মনে করি না! সকলের কাছে উপরোক্ত প্রশ্নগুলো ইতিমধ্যে কাটখোট্টা মনে হতে পারে। কিন্তু ভেবে দেখুনতো স্বার্থ সংশ্লিষ্ট,সময় ভিত্তিক এবং চোখের দেখায় ভালোলাগা কি সত্য ভালোবাসা হতে পারে।এমন ভালোবাসা দুটো হাতকে বহুদিন ধরে বহুদূরের চলার পথকে সুগম করতে পারে? অবশ্যই পারে না। যদি তাই হয় তবে আমরা কেন বলবো ভালোবাসা কখনও মরে না। বরং এভাবে বলাই ভালো সত্য তথা আত্মিক ভালোবাসা কখনোই মরে না। জীবনের শেষ যাত্রাতেও একে অপরের নিঃসঙ্গতা দূরে সঙ্গী হয় দু'জন দুজনের।
অপরদিকে মিথ্যা ভালোবাসা আপনাকে জীবন্ত মানুষের কাতারে রাখবে ঠিকই। কিন্তু এমন এক অবস্থায় রাখবে যেখানে আপনি না পারবেন বাঁচতে না পারবেন মরতে। ঠিক যেন জীবন মৃত্যুর মাঝখানে! তখন এমন ভালোবাসাকে মিথ্যা ভালোবাসা না বলে আমি অন্যকিছু বলতে পারিনা।
আজকের আলোচনা ছিল ভালোবাসা কখনো মরে না।এই কথায় আমি বিশ্বাস করলাম না বলে আপনারা হয়তো বলতে পারেন যে,আপনি কারো দ্বারা প্রতারিত হয়েছেন। তা কিন্তু নয়? আপনার জ্ঞাতার্থে আবারও বলছি সত্য ভালোবাসা কখনো কোনদিনই মরে না সদাজাগ্রত থাকে অন্ততকাল ধরে। ছোট্ট এই বিশেষণ (সত্য) যোগ করে ভালোবাসাকে পরিশুদ্ধভাবে উপস্থাপন করাই উচিত বললেও খুব একটা দোষের কিছু হবে না, আশাকরি। ভালোবেসে একসাথে দীর্ঘ পথ পাড়ি দেওয়া শুধু তাই নয় একইসাথে প্রাণের স্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার সৌভাগ্য আমাদের কয়জনের হয়।আর সন্দেহাতীতভাবে এমন ভালোবাসাকে আত্মার অস্তিত্বের সাথে তুলনা করা যায়। আত্মার পরম শূন্যতায় শুধুমাত্র সত্য ভালোবাসা পরম পরিপূর্ণতায় উদয়াস্ত পর্যন্ত উদ্ভাসিত হতে পারে।
It's true that, True love never dies.
No comments:
Post a Comment