আমি কারো জায়গা বা কারো স্থান বা আবস্থান কোন কিছুকেই ছুতে বা ধরতে আসিনি। য়ারা বয়সে ছোট, এই দিকটা তুলে ধরলে তারা য়দি নিজেই নিজেদের আপমানিত মনে করে তবে একবার ভেবে দেখি আমাদের শিক্ষার, মূল্যবোধের আবস্থানের দিক দিয়ে আমরা কোথায় আবস্থান করছি, প্রশ্ন রইল? আমরা য়দি স্থান, কাল,পাত্র ইত্যাদি ভেবে নিজেদর আচরণ নিয়ন্ত্রণ করতে না শিখি বা না শিখায় তবে আমাদের
প্রজন্ম কোন দিকে অবস্থান করছে, আর এভাবেই চলতে থাকলে আমরা কোথায় যাব ভেবে দেখবেন? আর একটু বলছি এটা আমিও ভাবি যে আমার কাছে আমি সেরা, তবে এটাও ভেবে দেখা উচিত এই ধরনের চিন্তার বহিঃপ্রকাশ কারো মনে কি ধরনের প্রভাব ফেলছে এবং অবশ্যই এটাও মনে রাখা উচিত নিজেই নিজেকে কত বড় বা কত কি ভাবা উচিত, কারন একটাই কোন কিছুই দীঘস্থায়ী নয়, ভেবে দেখবেন আশাকরি।
No comments:
Post a Comment