Monday, January 7, 2019

আহত পাখি

প্রেয়সীর কপোলে টোল পড়ে না আর ! হাসিতে মুখরিত হওয়ার ব্যর্থ প্রয়াস দৃষ্টিগোচর হয় প্রতিনিয়ত। দিন শেষে যেন অন্ধকার রাত্রির মতই গাড়ো অন্ধকারাচ্ছান্ন জীবন তাঁর।সবই আছে বিলীন হয়েছে শুধু অস্তিত্ব সম্বল।

অর্থ বিত্তের ও কমতি নেই তবুও বেলাশেষে অহত পাখির মত মুখটা বিবর্ণ হয়েছে কালিমায়। দৃষ্টির সীমানায় প্রতীয়মান দূর প্রতীক্ষার! ঠিক যেন সব হারানো ক্লান্ত তৃষ্ণার্থ এক পথিক যে কিনা পথিমধ্যেই সব হারিয়েছে? তবুও নতুনভাবে দেখা স্বপ্ন আর বাস্তবতা কপোল জুড়ে আনে এক অদ্ভুত আনন্দছটা!

No comments:

Post a Comment