
অর্থ বিত্তের ও কমতি নেই তবুও বেলাশেষে অহত পাখির মত মুখটা বিবর্ণ হয়েছে কালিমায়। দৃষ্টির সীমানায় প্রতীয়মান দূর প্রতীক্ষার! ঠিক যেন সব হারানো ক্লান্ত তৃষ্ণার্থ এক পথিক যে কিনা পথিমধ্যেই সব হারিয়েছে? তবুও নতুনভাবে দেখা স্বপ্ন আর বাস্তবতা কপোল জুড়ে আনে এক অদ্ভুত আনন্দছটা!
No comments:
Post a Comment