আমার ভাবনা।।।।
.......মূল্যবোধ........
আমাদের সমাজে মূল্যবোধের বর্তমান অবস্থান কোন স্তরে অবস্থান করছে তা নাই বা বলি। আমাদের সমাজে মূল্যবোধের জায়গাটিকে সুদৃঢ় করতে, শিক্ষা অঙ্গনের প্রচলিত পাঠ্য বইয়ের সাথে মূল্যবোধের উপর কোন পাঠ্যবই সংযোজন বা অন্য কোন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা যায় কি না, বিচার বিশ্লেষণ করে দেখবেন। আপনাদের সবার তথা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করিছ, আশা করি বিষয়টি ইতিবাচক ভাবে ভেবে দেখবেন?
আমার খুব বেশি জ্ঞান নাই যে, আমি মূল্যবোধ সম্পর্কে ব্যাপক ধারণা দিতে পারব। কারন মূল্যবোধ শব্দটিতে ব্যবহৃত বর্ণ গুলোর বিশদ ব্যাখ্যা প্রদান বেশ কঠিন। তাই সহজ কথায় আমরা আমাদের আচার আচরণে কৃষ্টি কালচারে সর্বজন স্বীকৃত রুপটি ধারণ করতে পারলেই হলো।
আমার খুব মনে পড়ে সেই সময়ের কথা যখন আমরা বড় হচ্ছি। তখন রাস্তা ঘাটে স্কুলে কলেজে যার সঙ্গেই দেখা হত সম্পর্ক আনুসারে তাকে সম্মানিত করা হত বিনম্রভাবে।
খুব অল্প সময়ে আমরা কেমন যেন হয়েগেছি! যে বিশ্বাস, আদর্শ নিয়ে বেড়ে উঠা এখন তার উল্টো পথেই ধাবমান আমাদের বর্তমান প্রজন্ম। এভাবেই চলতে থাকলে আগামী প্রজন্ম কোন পথে যাবে তা আমার জানা নেই। বিভ্রান্তিকর পথে দিশেহারা হয়ে কোন চেতনায় বেড়ে উঠবে জাতি? বিকৃত মস্তিস্ক উড়নচন্ডী চিন্তাভাবনা জাতির জন্য অন্ধকার ডেকে আনবে অদূর ভবিষ্যতে।
তাই বলছি এখনই আমাদের সোচ্চারকণ্ঠী হওয়া বিশেষ প্রয়োজন। জাতি হিসেবে আমাদের সুনাম রয়েছে অনেক। আর এই সুনামের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আমাদেরকে অবশ্যই মূলধারায় ফিরে আসা ছাড়া অন্য কোন উপায় নেই। যেকোনো উপায়ে মূল্যবোধকে জাগ্রত করতেই হবে। কারন মূল্যবোধহীন জাতি কোনদিনই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না।
No comments:
Post a Comment