মা আজও কাঁদে সেদিনও কেঁদেছিল সব হারিয়ে নিঃশব্দে! আর বিনিময়ে তোমায় দিয়েছিল বুক ভরে শ্বাস নেওয়ার জন্য এক সবুজ প্রান্তর............
মাগো সেদিনও তুমি রক্তে রাঙিয়ে ছিলে তোমার শাড়ি! ক্ষত বিক্ষত করে ছিলে তোমার কোমল দেহটারে, সন্তান কে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে এই ভেবে যে, তোমার বেঁচে য়াওযা সন্তান যেন থাকে দুধে ভাতে, নিতে পারে যেন শ্বাস বুক ভরে। শান্তি আর সুখে পরিবার গড়ে তুলবার তরে বিলিয়ে ছিলে তোমার সম্ভ্রম সম্বলকে। মা'গো তোমার সন্তানেরা আজ অনেক বড় হয়েছে, অর্জন করেছে খ্যাতি সুনাম শত! মা'গো, তোমার সন্তানেরা আজও রক্তাক্ত হয়, প্রাণ বিসর্জন দেয়, রক্ত ঝরায় তোমার আরেক সন্তানের। তোমার ছেলেরা কি যেন এক মিথ্যে মায়াজালে আচ্ছন্ন, কেন জানি ভুলেই গেছে সবাই তোমারই সন্তান! তোমারই অনুগ্রহে যারা আজ মেলিয়াছে ডানা। ও' মা তুমি জানতে চাওয়া ভূলে গেছ নাকি? তুমি একটিবার প্রশ্ন করো না, কেন? এই খোকা তুই কাকে মারিস? কেন মারিস? তোরা যে একই মায়ের সন্তান! জানিস খোকা,আমি মাঝে মাঝে ঘুরে বেড়ায়! ঘুরতে ঘুরতে ক্লান্তি যখন ঘিরে ধরে,অগত্যা আমি ঠাই নিতে চায় তোর ঘরে। ও' মা ঠিক তক্ষুনি দেখি আমার খোকারা বিবাদে আছে জড়িয়ে। লজ্জায় পড়ে য়ায আমি! না সইতে পেরে গৃহ ত্যাগ করে ফিরে য়ায নিজ মাটির ঘরে। আমার কচি খোকন আর নেই আগের মতন! তারপরও আমি মনে মনে বলতে থাকি আমি যে,মা! আর মা' হয়ে সন্তানের এ অধঃপতন আমি মানবো না! মেনে নিতে পারবো না আমি! আমি আমার খোকাদের কাছে আবার যাবো! বুঝিয়ে বলবো ও'রে তোরা যে,একই মায়ের সন্তান! তোরা সবকিছুর বিনিময়ে তোর মা'কে ভালো রাখ, দেখবি তোর মা ভালো থাকলে তোরাও ভালো থাকবি!!!!!!
No comments:
Post a Comment