আমার যতো ভাবনা, তার একটি আজ বলবো। মানুষ হিসেবে আমাদের আবিষ্কার...
সময়ের প্ররিক্রমায় মানবজাতি আজ সবদিকেই এগিয়ে চলেছে সমান তালে। প্রতিদিনই আবিষ্কার হচ্ছে নানান কিছু যা মানুষের জীবনযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে দূরবার গতিতে। সময়ের হাত ধরে মানুষ আবিষ্কার করতে বা পরিমাপ করতে শিখেছে, সৃষ্টির সেরা মানুষের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ, অথাৎ যৌন অঙ্গ। এর গভীরতা কতটুকুই, কতখানি দীর্ঘ , কতখানি চওড়া বা দেখতে কেমন ইত্যাদি।
এই বিষয় গুলো নিয়ে অনেক গবেষণা হয়, আদর্শ মান নির্ধারণ করা হয়,আরও কত কী! অপরদিকে আজও আমরা মানুষের মন এবং মূল্যবোধ কে জানার বা পরিমাপ করার চেস্টা খুব সহজে করতে চাই না। যে, কারো মনের গভীরতা কত বা কারুর মনের ভেতরের ক্ষত স্থানের গভীরতা কত যা পরিমাপ করে আচরণের মধ্যে ভিন্নতা আনা উচিত, তা সৃষ্টির সেরা সৃষ্টি আজও মনে হয় অাত্তস্থ করতে পারেনি। অন্য বিষয়গুলো যেমন প্রচেষ্টার মাধ্যমে জানতে উদগ্রীব হয়। আর এক্ষেত্রে অর্থাৎ মন বা অাত্তা কে জানার চেস্টা ততটাই কম যা কিনা মানুষকে করেছে শ্রেষ্ট।
No comments:
Post a Comment