Wednesday, January 9, 2019

আমার যতো ভাবনা!

আমার যত ভাবনা।।।।।
.... বন্ধন...
আমরা যে সময়টাতে বেড়ে উঠেছি তখন দেখতাম পারস্পারিক সম্পর্ক অনেক দৃঢ় ছিল। তখন সমাজে বিদ্যমান সব সম্পর্কগুলোর মধ্যে ছিল অটুট বিশ্বাস, মায়া-মমতা,শ্রদ্ধাবোধ, স্নেহ-ভালোবাসা ইত্যাদি। যেমন - একজন স্ত্রীর মনেপ্রাণে থাকতো বা চাইতেন যে তার স্বামী কি করলে ভালো থাকবে, কেমনে সুখী হবে এ মঙ্গল কামনায় কতো রাত জেগে থাকতেন, স্বামীর প্রাণ বাঁচাতে সকল অপরাধ তুলে নিতেন নিজের কাঁধে। শত অপরাধ ঢাকতেন তার মান সম্মান বাচাতে, আমরা এমনও শুনেছি নিজের সর্বস্ব দিয়ে বাচিয়েছেন তার স্বামীর কর্ম, শুনে না থাকলেও ছিনেমায় দেখে থাকবেন অনেকেই। আর এখন তার বিপরীতটা আমাদের কাছে দৃশ্যমান, প্রায়শই বিভিন্ন খবর আসে স্বামীকে মারার জন্য কত কৌশল বা সুকৌশলী নারী,এই ললনারা নিজের শরীর কেউ বিলিয়ে দিতে দিধা করে না তার নর কে কর্ম কর্মচ্যুতি করাতে। শত মিথ্যাচার করে তাকে সর্বসান্ত করছে অবলীলায়। এমন কেন হলো? আমরা কি আমাদের মূলধারার জীবন থেকে বের হয়ে উল্টো পথে এগিয়ে যাচ্ছি নাতো, ভাবুন একবার?  ঠিক এমনিভাবেই সব সম্পর্কগুলো কি স্বার্থ চরিতার্থতার মধ্যে সীমাবদ্ধ হয়ে উঠছে নাকি,  আপনি কি ভাবছেন? সময় তোমার কাছে,  আমার জানতে চাওয়া কোন পথে নিয়ে যাচ্ছ আমাদের।  হে সময় সঠিক জবাব কবে দেবে, দীর্ঘ প্রতিক্ষার ইতিবাচক উওর কবে, কতদিনে আসবে সেই কাঙ্ক্ষিত মাহিন্দ্রখন, বলে দিতে পারো?

No comments:

Post a Comment