Wednesday, January 9, 2019
এক মায়ের কথা
কড়ই তলার চকলেট বিক্রেতাও নিষেধ করেছিল বাবা ওর থেকে দূরে থাকিস নইলে অনেক ক্ষতি হবে, হয়েছেও ঠিক তাই। হওয়ারই কথা কারন তিনিও একজন মা। আর মায়ের কথা কখনো ভুল হয় না। গর্ভধারীনি যিনি তিনিতো আর, তাঁর সন্তানদের চিনতে ভুল করেন না। মাগো তুমিই সঠিক ছিলে, তোমার কথায় কোন ভুল ছিলো না। তুমি প্রমাণ করেছো মা,অবাধ্য সন্তানেরা ঠকে যায় ভুল মানুষ আর বিশ্বাসঘাতকতার ছলনায়? মা সত্যি সত্যিই তুমিও অন্তর্যামী তোমার তুলনা মেলানো ভার। তোমার অকৃতজ্ঞ সন্তান আজ উপলব্ধি করেছে সব, তবে অনেক দেরি হয়েছে তার। সবকিছুই হারিয়েছে তোমার সন্তান, জীবন তার যেন ধূধূ এক বালির চর। নির্মমতার কাছে হার মেনেছে তোমার শিক্ষিত নাবালক অবুঝ সন্তান। তোমার বলা সেই একটি কথা ভেবে আজও হাহাকার হয়ে যায় বুকের ভেতর টায়। ডুকরে উঠে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হয় হেরে গেছে তোমার সন্তান ভবলীলায়। তবুও হাল ছেড়ে দেয়নি এইভেবে যে হয়ত এর মধ্যেই রয়েছে কোন অদৃশ্য মঙ্গল। তুমি এটাও জেনে রেখ, জীবন সংগ্রামে আমি নিজেকে পরাজিত হতে দেব না নিশ্চয়ই। তুমি দোয়া কর শেষ বিজয় যেন আমারই হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment