পুঁজিবাদী ও ঋণগ্রস্ত আর্থ- সামাজিক ব্যবস্থার দৌরাত্ম্যে আর কতদিন বন্দী থাকবে সমাজ। সম্পদের অসম বন্টনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় থেকে উত্তরণের একমাত্র উপায় হলো যাকাত ব্যবস্থার পরিপূর্ণ অনুশীলন। সম্পদের সু-সম বন্টন সুনিশ্চিত করতে না পারলে মানবিক বিপর্যয় চরম পর্যায়ে পৌঁছে যাবে। মানবিক বিপর্যয় হতে দেশ তথা পুরো বিশ্বকে রক্ষার একমাত্র উপায় হলো সম্পদের সুসম বন্টন সুনিশ্চিত করা।
বিশ্ব বিবেক আজ আনেক ক্ষেত্রেই বিপর্যস্ত এর মধ্যে অন্যতম পুঁজিবাদ। এখনই উপযুক্ত সময় সম্পদের সু-সম বন্টন নিশ্চিত করে বিশ্ববাসীকে চরম মানবিক বিপর্যয়ের বেড়াজাল থেকে রক্ষা করা।
No comments:
Post a Comment