আপনার সৎকর্ম যখন জীবিত মানুষকে ভাবায় বা গভীর চিন্তায় নিমজ্জিত করে যে, মৃত্যুর পর তাঁর লাশের কবর কোথায় হবে? এমন সৎকর্ম আপনার বিবেকের কাছে কোন বিশেষণে বিশেষায়িত হবে তা জানিনা ? বিষয়টি গভীরভাবে ভেবে খুব কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন সাধারণ জনতা। আপনার মৃত দেহটা যখন দ্বিধা বিভক্তির মধ্যে নিমজ্জমান তখন মানুষ হিসেবে আপনার আবস্হান কোথায় তা নির্ণয় করে দেখবেন বৈকি!!!
কবরে শায়িত হতে হবে প্রতিটি মানুষকে। এই চিন্তায় চিন্তিত হলে এই বিষয়টি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়তো কেউই। তাই বলি কিছু কিছু বিষয়কে সকল বিতর্ক ও স্বার্থের ঊর্ধ্বে রেখে বিবেচনা করা উচিত ।

No comments:
Post a Comment