Friday, January 18, 2019

ক্যাপসুল

বাচ্চাদের জীবনদায়ি বিষয়টা নিয়েও আপনাদের প্রাণঘাতী সিদ্ধান্ত, বড়ই আশচর্য! অর্থে বিক্রিত মানবতার কাছে সম্পদ সম সন্তান সম্পর্কও যেন তুচ্ছতাচ্ছিল্য।

সন্তান আপনার সিদ্ধান্তও আপনার! আপনি, আমি আমরা সবাই সুস্থ সবলচিত্ত সম্পন্ন সন্তান মনে প্রাণে কামনা করি এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে এই আমরাই কেমন করে পারলাম পুরো এক প্রজন্মের মুখে ঔষধরুপী বিষ তুলে দিতে? সকল আয়োজন সম্পন্ন হওয়ার আগেই ঘটে বুদ্ধি আসলো আর পকেটও ভর্তি হওয়ার নতুন সুযোগ তৈরি হল।

সত্যি অবাক লাগে যখন দেখি প্রাণীকূল তার ভবিষ্যত প্রজন্মকে রক্ষার নিমিত্তে আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছে আদিকাল হতেই। প্রাণীর মধ্যে অন্যতম একটা প্রাণী হলো মানুষ। প্রাণ আছে তাই প্রাণীই বললাম
আমি। এই প্রজাতির প্রাণের উদ্ভব হয়েছে সৃষ্টির কিছু কাল পরেই। আর বর্তমানে এই প্রজাতির প্রাণী এতটাই উৎকর্ষীত হয়েছে যে, যারা নিজেই নিজের মতো করে ধংস্ব করছে তার আগামী প্রজন্ম। বিক্রি করেছেন সততা, বিশ্বাস ভেঙ্গেছেন আপনার সন্তানের, বিষ তুলে দিতে হয়েছেন উদ্ধত বিনিময়ে পকেট করেছেন ভার।


সত্যি আজ কেন যেন প্রাণীদের পক্ষ নিয়ে বলতে ইচ্ছে করছে মনুষ্য প্রজাতি সৃষ্টি করেছে যত অাকাল অবিচার!

No comments:

Post a Comment