Wednesday, January 9, 2019

স্থানিক ত্রুটি

নেতিবাচক দৃষ্টিভঙ্গি...... ও.....আমার ভাবনা
আমরা প্রায়শই লক্ষ্য করি য়ে বিভিন্ন স্থানভেদে আমাদের দৃষ্টি ভঙ্গি নেতিবাচক যা খুব স্বভাবতই বা স্বভাবগত ধারণা থেকে মনের মধ্যে জায়গা করে নেই। কিন্ত একই জায়গায় বিভিন্ন ধরনের, বিভিন্ন বিশ্বাসের,  বিভিন্ন মতের মানুষ বিভিন্ন প্রয়োজনে উঠা বসা বা চলাফেরা করতে পারে। তাই বলেই কি সবাইকে আমরা একই  দৃষ্টিভঙ্গিতে দেখব,প্রশ্ন রইল আপনাদের কাছে? এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা একটুখানি বের হয়ে  আসলে খুব সমস্যা হবে কি? স্থানিক ত্রুটি না দেখে ত্রুটিযুক্ত বিয়ষ বা ব্যক্তিক ত্রুটি গুলো কিভাবে ত্রুটি মুক্ত করা যায় তা ভেবে দেখা উচিত, তাই নয় কি। ঠিক একই ভাবে আমরা আমাদের প্রয়োজনেই একই স্থানে বিভিন্ন বয়সের,বিভিন্ন  মতের ও বিশ্বাসের মানুষের সাথে চলাফেরা করি। তাই আমাদের উচিত সব বয়সের, সব মতের ও সকল বিশ্বাসের মানুষকে তার অবস্থান বিচার করে সে যেমন আচরণ পাওয়ার অধিকার রাখে বা যেমন আচরণ প্রদর্শন  করা উচিত, য়া সে আশা করে তার আবস্থান থেকে, ঠিক সেরকমটাই করা উচিত নয় কি?

No comments:

Post a Comment