Thursday, August 19, 2021

বেঁচে থাকি তবুও!!!

 আচমকা ঝড়ে ভেঙ্গে পড়া বৃক্ষের মড়মড় শব্দে চমকিত হয় আপনার মন! কিন্তু মানব মেরুদণ্ড ভেঙ্গে যাওয়ার শব্দ আপনাকে প্রকম্পিত করে না কারণ তার শব্দাংঙ্ক আপনার শ্রবণ যোগ্য নয়! তথাপি যাদের মেরুদণ্ড খণ্ডবিখণ্ড হয় তারা এইপাশ থেকে ঐপাশ হতে লাগলেই সেই মড়মড় শব্দে প্রকম্পিত হয় অহর্নিশ!

আবার ভাঙ্গা শিরদাঁড়া নিয়ে মাথা উঁচু করে হেটে চলা কতটা কঠিন যারা হেঁটে চলে তারা খুব ভালোই জানে! আর আপনি চাইলেই তা অবলোকন করতে পারেন। এটা দেখার জন্য ঝড়ে ভেঙ্গে পড়া গাছটির বেড়ে উঠা প্রত্যক্ষ করলে কিছুটা বুঝতে সক্ষম হবেন হয়তোবা!

Saturday, August 14, 2021

মিথ্যা

মিথ্যা
শুরু থেকে শেষ মিথ্যায় হয়েছে নিঃশেষ।
মিথ্যা বুলিতে পরিচয় পেয়েছে হয়েছে আত্মীয় স্বজন।
পরে জানা যায় ওদের কেউ চিনেনা পরিবারের পরিচিত জন!
মিথ্যার মুখোশ পরে কেটেছে সারাবেলা।
ব্যাগ গুটিয়ে যখন হয়নি যাওয়া বলেছে তখন রেখো এসো এখন যাবো না এবেলা।
বলতে শুনেছি আনতে গিয়েছে টাকা
সকাল,দুপুর কিংবা রাত্রি বেলা।
ফিরে এসেছে যখন যাবে আর সে কথা বলা!
সকালে আব্বু এসে দিয়েছে টাকা
দুপুরে আসবে ভাই ভাবি হবেনা সময় এবেলা। বিকেলে যাবো খালার বাড়ি ফিরতে হবে সন্ধ্যা। যদি পারি হবে দেখা রাত্রি  বেলা! দেখা হবে কি, শুনি য হাতে ব্যান্ডেজ বাধা কি যেন হয়েছিল সন্ধ্যা বেলা! দুটো ফোনে চারটি সিম ওয়েটিং থাকতো রাত্রি দিন! শুনেছি দিয়েছে ফোন মামা,খালু,আপা আর দুলাভাই পরে শুনি বাস্তবে ওরা কেউ নাই।

কল্পনারস

তারকায়িত আকাশে চাঁদ নেই আজ তবুও কিন্তু আলোক উজ্জ্বল বেশ। চাঁদের আলো না থাকলেও মেঘমুক্ত আকাশের উজ্জ্বল তারারা পথিককে ঠিক তার গন্তব্যে পৌঁছে দিবে। শুধু প্রয়োজন ঘেমমুক্ত আকাশ।

চাঁদ থাকার পরেও আকাশে মেঘ থাকলে তা  আলো নয় অন্ধকারময় করবে পথিকের চলার পথকে। এতে পথিক আকাশে চাঁদ থাকার পরেও কালো অন্ধকার মেঘেরঘটায় দিকভ্রান্ত হয়ে পথ হারাবে।
চাঁদ তারা সবকিছুরই প্রয়োজন আছে জগতে পথিকের সঠিক পথ চলায়। তবে ঘনকৃষ্ণ বর্ণের মেঘ চাঁদ তারাকে আড়াল করে দিগভ্রান্ত করে পথিকের চেনা পথ!
মেঘের ঘনঘটা বুঝতেই পথ পাড়ি দিতে হবে পৌঁছাতে পথিকের কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে। কারণ চাঁদ তারার যেমন আলো দেয়,তেমনি মেঘমালাও গর্জে উঠে ভিজাতে  উতপ্ত পৃথিবীকে।

সঞ্চয়পত্র


ত্রিশ কিংবা তাঁর অধিক
বিনিদ্র শ্রম রাত্রি দিন!
সঞ্চয়ের দু-টাকায় লেগে
থাকে গরীবের রক্ত ঘাম!
আছে না এমন আছে-তো
কত শত বয়োবৃদ্ধ বয়োবৃদ্ধা
যাদের জীবনের রুটিরুজির
চিরচেনা নিরাপদ বিশ্বস্ত ঠিকানা।

নামটা যে সবার জানা
সঞ্চয়পত্র নাম তার
শত গরীবের শেষ ঠিকানা
কেমনে দিলে হাত একবারও
বিবেকে প্রশ্নবোধক হলোনা!
তোমার বড় ভাড়ের শূন্যতা
আমার ছোট ভাড়ের দু'টাকা
দিয়ে অদৌ পাবেকি পূর্ণতা!
আমার সঞ্চয় তোমার ধার
কেমনে তুমি ধার্য্য করো
অতিরিক্ত অহেতুক বাড়তি কর
জবাবে কি দিবে তার উত্তর?
আজ  ভাড়ে এমন ভবানী
গরীবের দু'টাকায় কর বসালে
আমি মূর্খ সেদিনেই নাজানি!
আনতে গিয়ে জমানো দুটাকা
সেদিন দেখি কেটে নিয়েছে
এমন করে, যেন সব-ই
ওদের মন্ত্রীদের জমানো টাকা!
স্বাধীন দেশে কর দিয়ে
থাকি, ফাঁকিজুঁকি আজও
বুঝে আসেনি একটুও মোটে
তবে আমায় না জানিয়ে
দুটাকার উপর হাত বাড়ালে!?



অজানা অস্থিরতা

এখানে তেমন কিছুই নেই

তোমাতেই পড়ে আছে সব
নিরালায় বসে ভাবছি তাই
দিনেদিনে একি হলো সব!

আসে না শব্দরা আর
হারালো কোথায় কে জানে!
দিনশেষে খুলি ডায়রির পাতা
দেখি সব ভরে আছে শূন্যতায়
ঘষামাজা শুধু চলছে তাই!

লিখতে চেয়েছি দ্রোহের লেখা
আসছে প্রণয়ের রেখা
ভাবছি গাইবো সাম্যের গান
হৃদয়ে উঠছে ভেসে শুধুই
মন হারানোর সুরেলা গান!

ভাঙছে কলম পড়ছে নিব
কলম খাতায় হচ্ছে না মিল।
তাল লয় ভুলে গিয়েছি সব
মনপুরায় সুর ওঠে না
যেন তানপুরার তার হয়েছে ছিন্নভিন্ন
ধূলোবালি পড়ে ঢেকে গেছে।

শব্দের বাজারে সৃষ্টি হয়েছে দারুণ খরা
পড়ছে না ঘটে কিছুই ধরা...
।।

এখানে তেমন কিছুই নেই

তোমাতেই পড়ে আছে সব
নিরালায় বসে ভাবছি তাই
দিনেদনে একি হলো সব!

আসেনা শব্দরা হারালো কোথা
দিনশেষে খুলি ডায়রির পাতা
দেখি সব ভরে আছে শূন্যতায়
ঘষামাজা শুধু চলছে তাই!

লিখতে চাইছি দ্রোহের লেখা
আসছে প্রণয় ভাবের রেখা
ভাবছি গাইবো সাম্যের গান
হৃদয়ে উঠছে ভেসে শুধুই
মন হারানোর সুরেলা গান!

ভাঙছে কলম পড়ছে নিব
কলম খাতায় হচ্ছেনা মিল।
তাল লয় ভুলে খেয়েছি সব
মনপুরায় শুর উঠেনা যেন
তানপুরার তার ছিঁড়েছে কবে
ধূলোবালি পড়ে ঢেকে গেছে।

শব্দের বাজারে ইদাানীং 
দারুণ খরা,
চাইলেও মিলেনা আগুনজ্বলা 
সব শব্দরা...
।।

পাখিদের জীবননগর

 ভুলে যেতে চাওয়া

স্মৃতিপথে ফিরে আসে...

স্মৃতিকথারা...


স্মৃতিলোপে... 

ব্যস্ত হয় পাখিরা...

সর্বস্ব হারিয়ে পথহারা...


তাপসতরু অপেক্ষমাণ

জিরিয়ে নিও ক্ষণেক

কোন দ্বিধা ছাড়া...


দূরন্ত পথিক

💢💢💢💢

Tuesday, August 10, 2021

কবিতা

কবিতা তোমার লিখিত
শব্দে
ভালোবাসায় ভাসি
সমুদ্রের উথালপাতাল তরঙ্গের মতন।

কবিতা তোমার বলা শব্দে কতশত
দুঃখ
মুহূর্তে গেছে দূরে সরে
বাম পাশের ব্যাথাটা হঠাৎ থেমে গেছে।

কবিতা তোমার ভুবনমোহন সুরে
হৃদয় পরিতৃপ্ত হয়েছে শতেকখোয়ারি
শতজনমের ভালোলাগা সহস্র
সুরেলা গানে!

কবিতা তোমার বলা শব্দে কবিওয়ালা
কাঁদতে শিখেছে
শিলাকণা পাথর চোখে অঝোরে  ঝর্ণা ধারা বয়ে গেছে।

কবিতা তোমার হৃদয় ছোঁয়ানো শব্দে
পাতা ঝরা মৃত প্রায় বৃক্ষটি পত্র শোভিত
হয়ে সবুজ ছেয়ে