একজোড়া চোখ
---------💞--------
একজোড়া চোখের গভীরতায়
মায়াময় মুগ্ধতায় হৃদয়
ছোঁয়ানো শ্যামল প্রতিচ্ছবি।
চোখের গভীরতা হার মানাবে
সাগর মহাসাগর অতল
ক্ষণিকের তরে যেন
হারিয়ে ডুব সাঁতার।
অজানা অচেনা চোখের ছায়
হঠাৎ যেন খুৃঁজে পাওয়া
মনোবৃত্তির সবটুকু চাওয়া।
মনোহারিণী চোখের তাঁরার
ইশারায় হৃদয়ছুঁয়ে য়ায়
মনের সব কথা জানাতে চাই
যেন হাজার বছরের চেনা!
চু্ক্ষু গোলকের উদ্বায়ী
ভাব প্রকাশের অপেক্ষায়
নিরবধি চেয়ে রয়।
চোখের গভীর চাহনি
মায়া যুক্ত করে হৃদয়
যেন অজানা কোনো
মোহনায় মিশতে চায়!
No comments:
Post a Comment