Thursday, July 4, 2019

পোড়া মাটির উনুন

কাঠ খড়ির উনুনে দীর্ঘদিন ধরে পোড়া মাটিতে হঠাৎ জলসেচন করলে তা থেকে বিশ্রী দুর্গন্ধ ছড়ানো অস্বাভাবিক নয় বরং তা স্বভাবজাত বৈশিষ্ট্যর ফল!
কারণ সজীব মাটি দীর্ঘদিন আগুনে পুড়ে এবং তাপে তার স্বাভাবিকতা হারিয়ে অঙ্গারিত হয়ে যায়। তাই তাতে হঠাৎ পানি দিলে বিকট শব্দে বাতাসে বিশ্রী দুর্গন্ধ ছড়াবে এটাই স্বাভাবিক, যদি কেউ মনে করে পোড়া মাটিতে একটু জলসেচন করে সজীব ভেজা মাটির মত মিষ্টি গন্ধে বাতাস সুবাসিত হবে তা চরম ভুল!

তবে হ্যাঁ, পোড়া মাটি তার স্বাভাবিক সজীব রুপে রুপান্তরিত না হলেও দীর্ঘ জলসেচনে দুর্গন্ধ দূরীভূত হবে তা অবশ্যম্ভাবী! এভাবে কালান্তরে পোড়ামাটি পুনঃরায় সজীবতা ফিরে পেতে পারে জল সেচনকারীর অক্লান্ত পরিশ্রম ও মমতাময় পরশে।

No comments:

Post a Comment