Saturday, July 13, 2019

বিষণ্ণবদন



বিষণ্ণ মনে মানসী দূর অপেক্ষায় আহত পাখির মত চেয়ে আছে অপলক দৃষ্টিতে! প্রিয় কখন আসবে তরতর সয়না মানসীর মনে! বিষণ্ণতা আছে চোখেমুখে তবে অদ্ভুতদর্শন ভেসে উঠেছে শ্যামা মুখচন্দ্রে! একাকীত্ব আছে তবে ভালোবাসার রসে টইটুম্বুর উষ্ঠদ্বয়ে উষ্ণতা ছড়িয়েছি মনেমনে। এ যেন অধীর অপেক্ষা প্রিয়সখার তরে!
বিষণ্ণবদন তবুও যেন মায়াডোরে বাঁধল কিছুক্ষণ!

বিষণ্ণবদনে মানসী দূর
অপেক্ষায় আহত পাখির
মত চেয়ে আছে অপলক দৃষ্টিতে!
কখন আসবে প্রিয় দৃষ্টির সীমারেখায়।

প্রিয় কখন আসবে তর
সয়না মানসীর মনে!
বিষণ্ণতা আছে চোখেমুখে
তবে অদ্ভুতদর্শন ভেসে
উঠেছে শ্যামা মুখচন্দ্রে!

একাকীত্ব আছে তবে
ভালোবাসার রসে টইটুম্বুর
উষ্ঠদ্বয়ে উষ্ণতায় ভরপুর
হৃদয়গহীনে বাজে তার সুর!
(মনেমনে)

এ যেন অধীর অপেক্ষা
প্রিয়সখার  তরে পথ চাহিয়া!
বিষণ্ণবদন তবুও যেন
মায়াডোরে বাঁধে সর্বক্ষণ !

23.06.2019
সবুজ প্রকৃতি আর সবুজবর্ণ জল
তোমায় করেছে অধিক নির্মল।
শ্যামা মেয়ের শ্যামল ছায়াদেহ
রুপে টলমল!
তাইতো কখনো কখনো
চেয়ে থাকে তরুলতা,
ধরণীজ অরুনধাপ থমকে উঠে
মন করে উতলা!

No comments:

Post a Comment