Thursday, July 11, 2019

বৃষ্টি ও কাঁন্নার সন্ধি

বৃষ্টিতে ভিজে যাওয়ার
অন্যরকম এক অনন্দ
নিহিত থাকে অশ্রুবিসর্জনে!

বৃষ্টির কান্না আর
চোখেরজল দু'য়ে মিলে
সন্ধি করে চলে !

একজন ঢাকা পরে
অন্যজনের অন্তরালে নিরব
অশ্রুপাত থেকে যায়
লোকচক্ষুর আড়ালে !

No comments:

Post a Comment