Saturday, July 13, 2019

রিমঝিম বৃষ্টি

রিমঝিম বৃষ্টি
-----***-----

রিমঝিম বৃষ্টি তুমি
তবুও বৃষ্টি না'কি
পছন্দ ছিল না তোমার!

রিমঝিম বৃষ্টি চাওনি
বৃষ্টিবাদল তবুও দেখো
আজ চোখে শুধুই জল!

রিমঝিম বৃষ্টি ভিজাতে পারোনি
 মন, হৃদয়স্পর্শী বৃষ্টি
নিষ্প্রাণ দেহমনে তুলেনি শিহরণ।

রিমঝিম বৃষ্টি ছোঁয়াতে হয়
হৃদয় মন তবেই বৃষ্টি খুলে
দেয় বদ্ধমন অন্ধকারে পায়
আলো যা হৃদয় মন রাখে ভালো।

No comments:

Post a Comment