Thursday, July 11, 2019

নীড় হারা পাখি

ফুল বাগানের পাখিটির বাসা
ভেঙে যাওয়ায় আশ্রিত বাসা
বেঁধে থাকে মালির বাগানে।
মালিরাও নাকি থাকবে না ক'দিন
ওখানে।

দেখ দেখি কি কান্ড!
পাখিটিতো কিছুই না জানে!
নীড় হারা পাখি এভাবেই উদ্বাস্তু
হবে বা হয় সময়ে অসময়ে।

আপন ঠিকানায় পাখি উড়াল
দিবে ডানা মেলে সময়ে
শূন্য খাঁচা পড়ে রবে
পাবেনাকো একদিন তারে!!!

মালি বিহীন বাগানে পাখি
থাকে একলা কেমনে?
বহু পাখি আজ খাঁচায় বন্দি
বিবেক মনুষ্যত্বের অভাবে!?

মন্তব্য :এটা কবিতা নয়। আর আমি কবিওয়ালা নই। কবিতার কবি হওয়ার সামর্থ্য ও যোগ্যতা নেই আমার। আর কবিতার কবি হতে আমি চাইনে। পথে চলতে বলে যায় কিছু কথা আনমনে। জানি চিরদিন রবো না এ পথে। তাই কিছু শব্দ রেখে যেতে ইচ্ছে হয়, যদি কেউ ভালোবাসার আয়োজন করে আমায় খুঁজে! কিছুটা হলেও খুঁজে পাবে আমায় অগোছালো শব্দের মাঝে!!!

No comments:

Post a Comment