বাঁশ- সমাচার.....
কাব্যে আঁকি বাঁশের খবর
বাঁশের মালিক দৈত্য,
সে কাহিনী সবার জানা
গল্পটা খুব সত্য।
সবাই অবাক সবাই ভাবে
ব্যাপার খানা কি?
অঙ্গে মাখে বাঁশের বাঁশি
অষ্ট প্রহর ঘি!
সেতু বানায় তল্লা বাঁশে
মুলি বাঁশে ছাদ,
বাঁশে বাঁশে জোড়াতালি
মাইনক্যা চিপার ফাঁদ।
উন্নয়নের আইক্যা বাঁশে
প্রজার সর্বনাশ,
ফাটা বাঁশের চিপায় পড়ে
কাঁদে বারোমাস।
বিজলি বাতি বাঁশের খুটি
পদ্মা সেতুর পিলার,
বাঁশের লাঠির জোরে সাঁজে
চকিদারও- কিলার।
বাঁশ নিয়ে তাই কাড়াকাড়ি
কে কাকে দেয় বাঁশ,
উপায়হীনা বাঁশের জীবন
করছে উপহাস।
বাঁশে বাঁশে শেষ হয়েছে
বাঁশ কাহিনী জবর,
বিদায় বেলা খুঁজেও এখন
বাঁশ মিলে না- কবর।
কিরমানী লিটন
২৭.০৬.২০১৯
No comments:
Post a Comment