Wednesday, July 3, 2019

সত্যবাক্য আজ না'কি বিপদ

যারা সত্য বলার অভ্যাস বুনেছিলেন হৃদয়ে আজ তারাই বলছেন নিরবে থাকতে! সত্যিই সত্য আজ বড় অবহেলার,অবজ্ঞার,পাগলের প্রলাপ ও বিপদসংকুল,তা না  হলে তারা এমনভাবে  বলতেন না!?

সত্য কতটা অসহায় হলে এমন কথা গুণীজনে বলে তা ভেবে বিস্ময়ে বিস্মিত হচ্ছি ক্ষণে ক্ষণে! উনারা ভাবছেন অকালে অনাকাঙ্ক্ষিত  প্রাণনাশ হতে পারে! অকারণে নানান বিপদআপদের সম্মুখীন হতে হবে বা হচ্ছে প্রতিনিয়ত। এর থেকে নিরবে থাকা অধিক শ্রেয় এটাই ভাবছেন।

তবে প্রশ্নজাগে মনে দিনে দিনে সত্য এতটা নিকৃষ্ট বানালো মানবে কেমনে!?
দৃঢ়চেতা হয়ে সামনে এগোতে হলে সত্য বিনা চলবে কেমনে! শেষ অবধি কি হয় তা দেখেই ছাড়বো যা আছে কপালে!



No comments:

Post a Comment