Saturday, July 13, 2019

গোধূ্লিতে এসো না

অঝোর ধারায় ঝরছে
বাদলের বৃষ্টিধারা কাটুক
 না এভাবেই এবেলা।

বৃষ্টিকে বলে দিবো
এসো না কিন্তু
ফিরে যাওয়ার তাড়া
আছে গোধূ্লি বেলা।

বৃষ্টিতে ভিজে মহাখুশি
না'জানি কাঁদছে কি'না
একলা বসে কাদম্বিনী।

ফিরে যাবার তাড়া
এ শুধুই নয় একার
প্রতিটি প্রাণের চাওয়া
বলি অবেলায় এসো না!



No comments:

Post a Comment