Sunday, July 21, 2019

জীবন ও জননীর গল্প


দুইসারি সবুজ গাছ
দিগন্তব্যাপী ফসলের মাঠ
থেকে থেকে দু'ধারে
স্রোতে টলমল
বয়ে চলা জল।

দুইসারি সবুজের ছায়া
মাঝে বয়ে চলা
আঁকাবাঁকা পিচ ঢালা পথ
যেন সবুজ শ্যামল
ও জলরাশির মাঝে
মাটির উপরে চলা!

No comments:

Post a Comment