প্রিয়তমা
🌼🌼🌼
কেমন আছো?কোথায় কী করছো তুমি? মহাকালের হাত ধরে আসা প্রিয়তমা
কতদিন হল তোমায় দেখি না!
প্রিয়তমা তোমার অন্তত আছে জানা
প্রতিদিন কতশত শব্দের করেছি কবর রচনা।
কত সময় বয়ে গেল কথা হয় না!
একসাথে পথে চলা হয় না !
ভুলে গেলে নাকি বঁধুয়া?
রাতের জ্যোৎস্নাময় আকাশপ্রদীপে চেয়ে,
চাদর মুড়ে ছাদে গিয়ে চাঁদনি আলোতে
গল্পসল্প হয়নি কতদিন হয়ে গেল!
কতদিন হলো ঘুমোবার সময় শুভরাত
কথাটা না শুনেই ঘুমোতে যাই একাকী
বিছানে!
তুমি থাকো কই,একবারো এলে না'কো
ভোরের ঘুম ভাঙানো,
সুরেলা কন্ঠে গাওয়া সুমধুর গানে
হৃদয়কোণে প্রশান্তির বারি হয়ে
নিবিড় ঘুমের দেশে হারিয়ে যাওয়া হয় না আর!
পৃথিবীর চরাচরে তোমার ব্যস্ততম জীবনে
কতশতবার নিতে হয়েছে বিশ্রাম কিংবা স্বল্প অবসর;
সেতো আমারি কারনে তোমার ভালোবাসার প্রশান্ত মহাসমুদ্রে ছায়াতরু মায়াবী হৃদয়ের
উষ্ণতা কিংবা শীতলে ডুবে যেতে।
আজকের পৃথিবী খণ্ডিত শতনামে কত খন্ডে
উঠেছে ব্যবধানের দেওয়াল নানান বর্ণে আর ধর্মের নামে;
কাঁটাতারে আবার সীমানা পিলার পুঁতে দিয়ে সহস্র হৃদয় বিভক্ত হয়েছে তোমায় রেখেছে দূরে!
ক্ষমতার লোভ আর কুক্ষিগত করার মানসে দিচ্ছে সাধারণে যতরকম আছে অবরোধ, কারফিউ মাটিতে কিংবা আকাশ-বাতসে!
ওদের দৌরাত্ম্যে প্রিয়তমা গোপনে কাঁদে।
মানব মানচিত্র এঁকেছে কাটা কম্পাসের
নিখুঁত মাপে,
তুলেছে দেওয়াল পৃথিবীর প্রান্তরে প্রান্তরে কেড়ে নিয়েছে তোমার আমার কথা বলার অধিকার।
হৃদয়ে অঙ্কিত সহস্র অনুভব অব্যক্ত হয়েছে রক্তাধিক্যে ভুগছে তোমার আমার অন্তর!
যত ভাগে বিভক্ত হোক না পৃথিবী
তোমার হৃদয়ের শতভাগ আমারি।
নিঃশব্দে ছদ্মবেশে ছায়া হয়ে থাকি তোমারি অতলে।
প্রিয়তমা এসো বিজয়িনী বিপ্লবীর বেশে
নামবো রাজপথে।
ভেঙ্গে দিতে ওদের কারফিউ
আরোপিত বিধিনিষেধ আছে যত!
শতকথা আছে প্রিয়,শতাব্দীকালেও শেষ হবার নয়!
তুমি এসো কথা হবে তোমার আমার মিলন মেলায়।
ইতি ________________
তোমার প্রিয়তম
🌷🌷🌷🌷
দূরন্ত পথিক।
No comments:
Post a Comment