নীরব কান্না
💧💧💧💧
একলা হলেই বুঝবে
অনুভবে শূন্যতা কত!
একা থাকলেই বুঝবে
অনুভবের ভালোবাসায়
সিক্ততা ছিলো কত!
দূরে গেলে তার প্রতি
মায়া বাড়বে না'তো আরো!?
কেমন করে এমন প্রাণে
বাঁধলে তারে বলো!?
দিনগুলো সব তার নামে
চাইনা হোক আরও গত!
কায়া জুড়ে রাখো তারে
চোখে কান্না ঝরাও কেন!?
এমন অবুঝ অনুরাগে,
তারে নিয়ে ভাবতে না'কি
সবচেয়ে ভালো লাগে!
হৃদয় বিমুগ্ধ হয় তারও লাগি!
জীবনে একটা কেউ আছে
বলেই,
বলতে পারো আর কেউ
হয়না তার মত!
অনুভবের ভালোবাসায় একা
বসে অনুরাগে কেন কাঁদো!?
বিনা মেঘের অশ্রুপাতে
তার হৃদয়ে কেন অগুন জ্বালো!?
দূরন্ত পথিক
🔥🔥🔥🔥
No comments:
Post a Comment