Saturday, December 14, 2019

মধ্যবিত্ত

মধ্যবিত্ত
⭕⭕⭕

মধ্যবিত্ত আমি কখনো চেয়েছি যোদ্ধা
হতে,
               কখনো চেয়েছি বিদ্রোহী হতে;  কখনো কখনো চেয়েছি কবিতার কবি        হতে!

মধ্যবিত্ত আমি কখনো চেয়েছি আকাশ হবো,
         কখনো চেয়েছি নদীর জীবন হতে
কখনো আবার চেয়েছি শিল্পীর আঁকা ছবি হতে!

মধ্যবিত্ত আমি কখনো চেয়েছি বন্ধুর বন্ধু
হতে,
কখনো আবার চেয়েছি প্রচণ্ড রোদে ছায়া হতে!
কখনো আবার চেয়েছি তৃষ্ণার জল হতে!

মধ্যবিত্ত আমি কখনো চেয়েছি স্বচ্ছ
হতে,
     কখনো চেয়েছি আধারে হারাতে
কখনো আবার চেয়েছি সত্যের বেদ
হতে!

মধ্যবিত্ত আমি কখনো হয়েছি শত্রুতা ঘোর
জের,
কখনো হয়েছি আবার ধনিকের খেল
কখনো কখনো হয়েছি প্রেমিকার ছল।

মধ্যবিত্ত আমি কখনো চেয়েছি মিছিলে যেতে
কখনো আবার চেয়েছি একাকী নিঃস্ব  হতে
কখনো কখনো চেয়েছি হতাশার আশা হতে!

মধ্যবিত্ত আমি কখনো চেয়েছি সঠিক সময় হতে,
       কখনো চেয়েছি দুর্বার গতি হতে
কখনো আবার চেয়েছি রাতজাগা প্রেমিক হতে!

মধ্যবিত্ত আমি,
                মধ্যবিত্ত হবার দায়ে চিরকাল,
আমি চিরকাল হলাম অপরাধী সর্বকালে;
              নির্বিশেষে সবার কাছে!

দূরন্ত পথিক
🔥🔥🔥🔥

No comments:

Post a Comment