Sunday, December 29, 2019

পথে যেতে হবে

পথে যেতে হবে
🍁🍁🍁🍁🍁

যেতে হবে পথের শেষপ্রান্তে
যেতে হবে সময়ে বা অসময়ে!
যেতে হবে নিয়তির বিধানে !

পথে যেতে চাঁদনি আলোর শেষে,
অমানিশা আসে পক্ষকাল শেষে।
পথে যেতে হয় সময়ের ডাকে!

পাড়ি দিতে হয় শুকতারা বিহীন
এপথে,
মেঘে ঢাকা পড়ে রয় সকাশে!

পথে যেতে হয়, হারায় তিমিরে
সূর্য ডোবে সাঁঝের মায়ামি ঘোরে!
পথে যেতে হয় নিঃশেষে নিঃশর্তে!

 দূরন্ত পথিক
🍂🍂🍂🍂

No comments:

Post a Comment