Thursday, December 12, 2019

অভিযোগ নেই

অভিযোগ নেই কোন আকাশের
দুরজনের দূরে থাকা নিয়ে নেইকো প্রশ্ন
আর!
অভিমানী আকাশটায় ধূলিরাশির
আস্তরণে ঢাকা আজ ঘন কুয়াশায়।
বিহানের আলোতে পথটা যায়না দেখা
ভালো কুয়াশাচ্ছন্ন ধূসর ধূমলেখা পথ।
আকাশের নেই নাগাল ধরার ক্ষমতা
সিপাহশালার পথেগিয়ে কেমনে ভেজাবে
প্রেয়সীর অঙ্ঘ্রির।
ঋতুবদলের ন্যায় বায়ুর প্রবাহধর্মেও
দেখা দিলো ঘোরান,
ঠিক যেন দিক পাল্টে চলার নতুন
পণ।
অভিমানী সমীরণ দেয়না বার্তা এখন
আটকে গেছে নদীর ছান্দসিক স্রোতোবহা
রাষ্ট্রীয় সিদ্ধান্ত বলে কথা।
অনুভবের আলপথ বেয়ে ভাবনাগুলো পৌঁছালো না তীরে,
বারংবারে বাধা পেয়ে আসলো ফিরে ভগ্ন
হৃদয়কোণে।
অভিযোগ নেই আর অভিমানী আকাশটার
বক্ষদেশে জমেছে বরফের বিশাল পাহাড়,
এইতো মোদের উদ্বাহ সুখের বিশ্বস্ত বাতাসি
সংসার।

দূরন্ত পথিক 





No comments:

Post a Comment