Sunday, December 29, 2019

বন্ধুর পথে

বন্ধুর পথে
🍃🍃🍃

শতাব্দীকাল ধরে হেঁটে চলা
দূরন্ত পথিক,
অন্তহীন বন্ধুর পথে বিরতিহীন....!
শত বাধা বিপত্তি উতরে ক্লান্তিহীন।

পথের পথিক হয়ে তপ্ত মেরুবলয়ে
মাথা খুঁড়ে চলা কতশত দিন,
নিরাশায় বিশ্বাসটুকু চেয়েছি শতবার
নিত্যদিন।

জীবনপথে সুখ সন্ধানপুস্তক রচিত
হয়নি,
নীলাকাশে পূর্ণচন্দ্র কতদিন গত হলেও
উঠেনি!

দূরন্ত পথিক
⚪⚪⚪⚪

No comments:

Post a Comment