Sunday, December 29, 2019

জন্মরহস্য

।।জন্মরহস্য।।
🌱🌱🌱🌱

বেঁচে থাকার স্বপ্নে
কখনও কখনও রুদ্ধ হয়
সত্যের প্রাণবায়ু!
কতো নব উদ্যম হয় কবরস্থ।

কত বিহঙ্গ ঝরে পড়ে
ক্ষয়ে ক্ষয়ে যায় নিরবে,
ক'জন রাখে সে খবর!

বিটপী বনে কতশত তরু জন্মে,
ভালোবাসা পেয়ে ক'টা তরু
মানুষের আঙিনা জুড়ে থাকে!?

গুল্মলতা বা আগাছা বলে
মানুষের হাতে বলিদান হয় প্রতিদিন!
গুল্মলতা ওরা'ও অনাদরে,
অবহেলায় জন্মে!

আবার মানুষের আঙিনায়
শোভাবর্ধনে নিত্য বলিদানে
সুখের হাসি হাসে!
নিয়তির দারুণ পরিহাস!

চন্দন বা শীল কড়ই কিংবা
সেগুন, শাল......
আদরে, আবদারে বেড়ে উঠে চিরকাল।
অনাহুত হয়ে বেড়ে উঠা গুল্মলতা,
ওদের জল সেচনের জায়গা করে দখল;
জল সেচনের অজুহাতে
কিংবা আগাছা সাফাইয়ের নামে,
গুল্মলতাই বলি হয় সর্বাগ্রে!
ওদের বৃদ্ধিতে বাধা পাবে
বলে!
তবুও গুল্মলতারা জন্মায় চিরকাল,
বেড়ে ওঠার স্পর্ধা নিয়ে!

 দূরন্ত পথিক
🌿🌿🌿🌿

No comments:

Post a Comment