Sunday, December 29, 2019

জ্বলন্ত

জ্বলন্ত বাতি ফুঁ দিয়ে নেভানো হোক বা অন্যকিছু দিয়ে নেভানো হোক না কেন,
আলো নিভে যাওয়ার সাথে সাথেই
ঘনকালো ধূমায়মান কুন্ডুলীর সৃষ্টি হয়।

আর সেই ধোঁয়ার  ছায়াতলে ছায়া পড়ে
থাকে ছেড়ে যাওয়ার নীলকষ গাঢ় ঘুটঘুটে  অন্ধকার।

আবার সেই ধূমপথে সত্য ভালোবাসার
অসংখ্য  ছাপ পড়ে রয় চিরজন্মের তরে
যা ভুলে যাওয়ার নয়!

🔥🔥🔥🔥
দূরন্ত পথিক

No comments:

Post a Comment