Sunday, December 29, 2019

রাত্রির সাথে প্রেম

রাত্রির সাথে প্রেম
🍁🍁🍁🍁🍁

মনটা এখন চারণ কবি
তাইতো চাঁদ,তারা,জ্যোৎস্না আর
প্রকৃতির কতশত কথা শব্দে যায়
এঁকে।

প্রেম,বিরহ,ভালোবাসার কত কথা
নিত্যদিন নানান শব্দে বর্ণে আঁকি
মন ছুঁতে পারেনি হয়তো আজও
দেখিনিতো কই।

এখন কোথাও যেন প্রেম নেই কিছুতেই
রাত কে তাই প্রেমিকা ভেবে রাতের সাথেই
বন্ধ ঘরে অন্ধকারে ভালোবাসার কথাবলি।
কথা বলতে বলতে মাতৃকার কতশত কথা বুকটারে কুরে কুরে খায় অন্ধকারে শুধুই ব্যথা পাই।

কিন্তু আলোতে এলেই ভুলে যাই সব
আলোতে শব্দগুলো এলেই পথিকের
 হবে শব!
তাই বিরহ ব্যাথা বুকে ধরে
রাতের অন্ধকারের  সাথেই এখন
প্রেম চলে মহা সমারোহে কখন যে
ভোর হয়!
কে জানে.................................!?

💧💧💧💧
 দূরন্ত পথিক

No comments:

Post a Comment