Monday, April 22, 2019

পল্লীবিদ্যুৎ ও পল্লীবাসী

🐸🐸🐸পল্লীবিদ্যুৎ ও পল্লীবাসী 🐸🐸🐸

আমরা পল্লীবাসী বলেই কি পল্লীবিদ্যুৎ আমাদের সাথে এমন খেলায় মত্ত হয়েছে? ওরা কি পল্লীবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ বিতরণ করছে নাকি? নাকি ওরা মনেকরে পল্লীর লোকজন প্রকৃতির আলো বাতাসে কাজ সেরে নিবে? কোন চেতনা থেকে ওরা এমন করে চলেছে প্রতিনিয়ত?

আাকাশে মেঘ না জমতেই, বাতাসে গাছ নড়ে না উঠতেই  পল্লীবিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়! আর কোন ক্রমে, আকাশে যদি বিদ্যুৎ চমকায় তবে হয়েছে! এমন বেহাল অবস্থা কেন? এর জন্য কি পল্লীবাসীরা দায়ী? নাকি পল্লীবাসীরা বিদ্যুৎ বিল পরিশোধ করে না কোনটি? আর যদি আপনাদের বিল পরিশোধ না করতো তবে বকেয়া বিলের দায়ে সংযোগ বিচ্ছিন্ন হতো। আর না হলে জেল হাজতে যেতে হতো!

আর বিদ্যুতের বিল পরিশোধ না করলে তো মামলা দিয়ে জেল খাটাতেন! ইতিমধ্যেই আপনরা সেটাও প্রমাণ করেছেন বিদ্যুৎ  সংযোগহীন  থাকার পরেও ভুয়া মামলায় আসামী বানিয়েছেন দিনমজুর কে!
আপনরা বিভিন্ন স্থানে আপনাদের সুবিধামত বিদ্যুতের খুঁটি স্থাপন করে রেখেছেন সাধারণের অধিকারভুক্ত বা মালিকানাধীন জমির মাঝখান দিয়ে। এতে করে ঐসব জমির মালিকগন নানান ধরনের অসুবিধা ভোগ করছে। যেমন আমের বাগানের মাঝখান দিয়ে খুঁটি ও তার নিয়ে গেছেন। এতে বাগান মালিক ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন।

আবার কেউ ব্যক্তিগত  জমিতে বিল্ডিং বা দালান কোঠা নির্মাণ করবে  সেই কার্য ব্যাহত হচ্ছে। খোলা বিদ্যুতের তারের জন্য প্রায়শই নানান দূর্ঘটনা ঘটে চলেছে।  তবে কি পল্লীবাসীরা পল্লীবিদ্যুতের কাছে জিম্মি হয়ে গেছে নাকি প্রশ্নজাগে?

তবে প্রশ্ন রইলো পল্লীবাসীর পক্ষ হতে, আর কতদিন পল্লীবাসী এভাবে পল্লীবিদ্যুতের নানান অবহেলাতে অবহেলিত হবে???

সময় ও ধৈর্যের সীমাবদ্ধতা থাকার জন্য বিষয়বস্তু দীর্ঘায়িত করতে পারলাম না।।।

No comments:

Post a Comment