যা চেয়েছি কিচ্ছু পাইনি তার!
দেখতে চায়নি যা বারবার দেখতে হয়েছে তা!
শুনতে চেয়েও শুনতে পায়নি বরং শুনেছি যা কখনোই শুনতে চায়নি তা!
যেতে চাইনি যেথায় বারবার যেতে হয়েছে সেথায়!
অন্তরে লালন করেছি যা বাস্তবরূপে কিছুই মেলেনি তা!
কিচ্ছু চাইনি সত্যপথ, সত্যকথা, যত সামান্য সত্য ভালোবাসা আর সততা ছাড়া!
যা চেয়েছি সবই কি ছিল ভুল?
নাকি তা ভাগ্যের লেখা?
যদি ভুল হয়েই যায় তবুও চেষ্টায় রয়েছি আজও অবিচল!
চেষ্টায় নাকি ভুল হয়ে যায় ফুল!
তবে যা চেয়েছি তা দেখার আশায় বেঁচে আছি আজ এবং বাঁচতেও চাই আগামীকাল!!!
No comments:
Post a Comment