Monday, April 1, 2019

প্রেয়সী ২

❤❤অপেক্ষারত প্রেমী❤❤

 দুয়ার খুলে মোরে আহবান করো বিনয়াবনত সহাস্যমুখে।দৃষ্টিসুখে ভাসছে হৃদয় চেয়ে আমার পথপানে। তোমার সাথে আড়ি, দিব না সাড়া তোমার আহ্বানে। যতই তুমি আমারে ডাকো, দাঁড়িয়ে থাকো দু'পায়ে মুখে নিয়ে মায়াবী হাসি। তুমি ভেবোনা এত সহজেই দাঁড়িয়ে যাবো আমি। তবে যাই বলো তোমার আপাদমস্তক ভঙ্গী, মনে হয় দাঁড়িয়ে দেখি দু'দন্ড। তবে ইচ্ছের সাথে বাজি, ও আমার চির কারসাজী। হাসি মুখেই থাকো, পথ আগলো রেখো। কোনদিন হঠাৎই তোমার দরজায় কড়া নাড়তেও পারি। তবে আজ যায় দূর থেকেই বিদায় চাই। এমনিতেই চারিধারে আগুনের ছড়াছড়ি, তোমার খুব কাছে গেলে দু'জনেই পুড়ে যেতে পারি।

No comments:

Post a Comment