Friday, April 5, 2019

নোটারী পাবলিক বাধা সম্পর্ক

💑সম্পর্কের দলিল💑

💔কাগজে লিখা সম্পর্ক ছিঁড়ে যায় যখন তখন💔

সম্পর্কের দলিল অতীতে ছিলনা যখন,তখন কি তারা একসাথে পার করেনি পুরো জীবন! এখন গিয়ে সম্পর্ক বাধে নোটারী পাবলিকে, যেন কাঠগড়ায় দাঁড় করাতে পারে যখন তখন। দলিলে কি আর যায় বাধা পুরো জীবন, সম্পর্ক ধরে রাখতে লাগে অত্মার বন্ধন। সেদিন দেখেছি নোটারী পাবলিকের দস্তখৎ আর টিপসই মারা কাগজ, সব ছিঁড়ে কুটি হয়েছে। মুখে বলা দলিল হয়েছিল বেশ মানানসই। কেউ দেখেনি ফাইল বন্দি সম্পর্কের স্বীকারোক্তির কাগুজে দলিল। তাই বলি সম্পর্ক যদি হয় অত্মার সাথে, নোটারী পাবলিকে যাওয়ার কি প্রয়োজন আসে!

No comments:

Post a Comment