Saturday, April 13, 2019

স্বপ্নাদ্য

স্বপ্ন বুনি মনে,তোমার সাথে সাক্ষাত হবে কেমনে?
 রঙিন কাগজে মোড়ানো চকলেটগুলো দেখলেই, মন ডুবে তোমার প্রতিচ্ছায়ে!

স্বপ্ন বুনি মনে খুনসুটির হাট বসাবো কবে,কেমনে?
শহর বন্দর বেড়ায় ঘুরে জীবনের প্রয়োজনে!
হঠাৎ নজর পড়ে যায় ছোট্ট রঙিন পোশাকআশাকে! পথে প্রান্তরে একটু জিরিয়ে নিতে,বসে পড়ি ফুটপাতে! সেখানেও দেখা মেলে অবুঝ দুটি চোখের মায়াজড়ানো দৃষ্টির পলকে!

No comments:

Post a Comment